অব্যক্ত অনুভূতিতে

তটিনী বড়ুয়া | বৃহস্পতিবার , ৬ মার্চ, ২০২৫ at ১১:১০ পূর্বাহ্ণ

অথচ কাক বা কাকাতুয়ার বেশেই

কেউ থাকে অপেক্ষায়

না, প্রেম বা পরিচয়ের আহ্লাদে নয়,

বরং বিশুদ্ধ সম্পর্কের দাবি নিয়ে।

 

কে কবে ‘ভালোবাসি’ বলেছিল,

বা আদৌ বলেছিলো কিনা, মনে নেই।

অবশ্য, মনে রাখার প্রয়োজনীয়তাও আছে বলে

মনে করেনি কখনো কেউ।

 

কী জানো তো, শ্রীহান?

যেসব অনুভূতি অব্যক্ত থাকে,

কারো কারো কাছে

সেসবই ভালোবাসা।

হয়তো বিশুদ্ধ সম্পর্কের সমীকরণই এমন!

 

বেলাশেষে সান্ত্বনার সেতারে

সুর উঠেছে আবারওআমি স্তব্ধ!

 

তোমার প্রতিটা প্রলাপের প্রত্যুত্তরে

যাকিছু সৃষ্টি হয়,

তাই আমার কাছে প্রেম,

বা ছন্দহীন গুচ্ছকবিতা

পূর্ববর্তী নিবন্ধশিকড়ে ফুটে থাকা স্বপ্ন
পরবর্তী নিবন্ধপবিত্র রমজানের শ্রেষ্ঠত্ব