অবিশ্বস্ত উপদেশ

মুন্সী আবু বকর

| বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ at ৭:৫১ পূর্বাহ্ণ

তুমি বললে

ভালো থাকো, দুঃখ পুষে রেখো না মনে,’

কিন্তু তোমার চোখেই জমে ছিলো

অনিদ্রা আর অবসাদের ধূসর রেখা।

তুমি বললে

লোভ ছাড়ো, সহজে বাঁচো,’

কিন্তু তোমার আঙুলে গোনা যেতো

গোপন চুক্তির চুনকাম।

তুমি যে সাদা পোশাক পরো

তা কি ধুয়ে গেছে সত্যিকারের পানিতে?

নাকি পুরনো রক্ত আর মিথ্যার গন্ধ

ঢেকে রেখেছে পারফিউমে?

উপদেশ যখন আয়নার সামনে দাঁড়ায়,

ভেঙে পড়ে

কারণ আয়না সব দেখে,

আর আমরা কেবল বলি।

পূর্ববর্তী নিবন্ধদুঃখের সমীক্ষা
পরবর্তী নিবন্ধমানব পাচারের কারণে বিদেশে সংকুচিত হচ্ছে বাংলাদেশের শ্রম বাজার