হাজারো অভিমানী রাত্রি প্রহর,
নির্ঘুম নয়ন অবহেলিত ভোর।
অসময়ে ছুটে আসা মেঘ,
ক্ষত বিক্ষত যত জমানো আবেগ।
চোখের তারার স্বপ্ন লুকানো,
রোজ নব সাজে হয় না পুরনো।
মায়াবী চোখের গভীরতায়
বিষণ্নতার ভিড়,
রোজ ভেঙে যায় বুকের জমিন
ধনুকে বেঁধেছে তির।
এক খণ্ড মেঘের বরাতে ছুটে যায়
বিরূপ মনের হাওয়া,
খুব নীরবে না হয় সরবে
অঝরে কেঁদেছে চাওয়া।
না পেয়েও যদি এতো ভালোবাসা যায়
তবে আক্ষেপ নেই, নেই হারানোর ত্রাস,
অপ্রাপ্তির মাঝেও কিছু থেকে যায় প্রেমময় সুবাস।