অবসরে বই থাক সৈয়দ জিয়াউদ্দীন | বৃহস্পতিবার , ২৩ মার্চ, ২০২৩ at ৬:৩০ পূর্বাহ্ণ শুনি হর্ষধ্বনি শুনি কলরব শিল্পকলাতে চলে পাঠক উৎসব পাঠক উৎসব যেন প্রাণের মেলা গুণীজন গুঞ্জনে মুখর বেলা লেখকরা লিখে বই পাঠকের জন্য পাঠকের আনন্দে লেখকরা ধন্য কোলাহলে অবসরে বই থাক সঙ্গে রাঙা থাক মনপ্রাণ বর্ণের রঙ্গে।