আমাদের স্বাধীনতা আমাদের অহংকার

মারজিয়া খানম সিদ্দিকা

| বৃহস্পতিবার , ২৩ মার্চ, ২০২৩ at ৬:২৯ পূর্বাহ্ণ

নীল সমুদ্দুরের বদলে কড়কড়ে সোনা রোদ দেবো,

তপ্ত বালিয়াড়ির বদলে সবুজ অরণ্য ঘেরা

টিলা দেবো,

উড়ুক্কু মেঘ বালিকার দুরন্তপনার বদলে

ঝুম বৃষ্টি দেবো;

তবু্‌ও আমাদের এ আকুল করা পাওয়া

স্বাধীনতা দেবো না।

অকালে ঝরে গেলো আমার প্রাণের সোনা ভাই,

তারে কী করে আর ফিরে পাই!

আমার স্বাধীনতা তো তারই রক্তের বদলে।

গোয়ালের গাভিন গরুটি আগুনে পুড়ে ছাই

নিষ্ঠুরতার লেলিহান শিখা যেন আজও বয়ে বেড়াই,

আমার স্বাধীনতা তো তারই ভস্মীভূত হবার বদলে।

বাড়ির আঙিনা লেপে যে বধূ ঘরে উঠেছিলো,

লাল চেলি তার কাল হয়েছিল ঝুলে গেলো

সে বাঁশের আড়ে,

আমার স্বাধীনতা তো তারই ইজ্জতের বদলে।

কখনো আর আমাদের স্বাধিকারে হাত দিবি না

কুলাঙ্গারের দল,

স্বাধীনতা শুধু আমাদেরই অর্জন,

আমাদের পূর্ব প্রজন্মের ত্যাগের ধন,

আগামীর পথ চলার অবাধ বিচরণ।

পূর্ববর্তী নিবন্ধবিনিময়
পরবর্তী নিবন্ধঅবসরে বই থাক