তুমি ভাবনার আকাশে ডুবে থাকো
এক আকাশ নীলিমায়,
তুমি সুপ্ত প্রেম হৃদয় ও গহীনে
গভীর সমুদ্র সীমানায়।
তুমি ভীষণ মায়া, একাকী প্রহরে খুব,
তোমারই কামনায় ক্লান্ত অবকাশ
অভিমানে দেয় ডুব।
তুমি ছায়া,আমারই কায়া জুড়ে,
আঁধারে হয়নি বিলীন পথ
আলোকবর্ষ দূরে।
তুমি একাগ্রতায় ভীষণ রকম ‘প্রিয়’
তুমি নেশা তবু প্রমত্ত হব তোমারই চোখে চেয়ে;
তুমি আরোগ্য ভীষণ রকম ব্যথায়,
তুমি অপ্রকাশিত প্রেম আমারই
অলিখিত পাতায়।