অপরিষ্কার রেল স্টেশন দেখে ক্ষেপলেন মন্ত্রী

ডিআরএম এবং স্টেশন ম্যানেজারকে বহিষ্কার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২২ at ২:২৭ অপরাহ্ণ

চট্টগ্রাম রেল স্টেশন পরিদর্শনে এসে স্টেশনের সামনে অপরিষ্কার-অপরিচ্ছন্নতা ও অব্যবস্থাপনা দেখে ক্ষেপেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। এ সময় তিনি রেল স্টেশনের সামনের পার্কিং এলাকা অপরিষ্কার-অপরিচ্ছন্ন দেখে ডিআরএম এবং স্টেশন ম্যানেজারকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেন।

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রেলমন্ত্রী পুরাতন রেল স্টেশনস্থ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট্রের বহুতল ভবন নির্মাণের স্থান পরিদর্শনে এসে পুরাতন রেল স্টেশন থেকে নতুন রেল স্টেশন পর্যন্ত গিয়ে স্টেশনের সামনে অপরিষ্কার এবং অব্যবস্থাপনা দেখে ক্ষেপে যান।

সাময়িক বহিষ্কার করা কর্মকর্তারা হলেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) এম শামস মোহাম্মদ তুষার ও স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী।

জানা গেছে, রেলওয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব হলো বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেনের।

এ সময় মন্ত্রীর সাথে ছিলেন রেল সচিব মো. হুমায়ুন কবির, ডিজি ধীরেন্দ্রনাথ মজুমদার, পূর্বাঞ্চল রেলওয়ের জিএম জাহাঙ্গীর হোসেন, প্রধান প্রকৌশলী মো. মো. সবুক্তগীন।

পূর্ববর্তী নিবন্ধকোর্ট হিলের গাছ কর্তন, আইনজীবীদের পাঁচ শ্রমিক আটক
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কারাগারে প্রদীপ-লিয়াকত