কোর্ট হিলের গাছ কর্তন, আইনজীবীদের পাঁচ শ্রমিক আটক

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২২ at ১:১১ অপরাহ্ণ

কোর্ট হিলের গাছ কর্তন করায় জেলা আইনজীবী সমিতির পাঁচজন শ্রমিককে তুলে নিয়ে গেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নেজাম উদ্দিন আজাদীকে বলেন, জেলা প্রশাসনের এনডিসি’র কাছ থেকে অভিযোগ পেয়ে পাঁচজন শ্রমিককে আটক করা হয়েছে। তারা কোর্ট হিলের গাছ কেটেছে এমনই অভিযোগ।

এদিকে ঘটনার পর সেখানে এসে জড়ো হয়েছেন আইনজীবীরা। তারা বলছেন, সম্প্রতি ‘একুশে আইনজীবী ভবন’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেই অনুযায়ী নির্মাণ কাজ শুরু হয়েছে। আটক পাঁচজন শ্রমিক এ ভবন নির্মাণের কাজ করছিলেন। ঘটনাস্থলে বর্তমানে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন উপস্থিত হয়েছেন। তিনি পুলিশের সাথে বিষয়টি নিয়ে কথা বলছেন।

পূর্ববর্তী নিবন্ধবন্দরটিলায় ১৪ দোকান পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধঅপরিষ্কার রেল স্টেশন দেখে ক্ষেপলেন মন্ত্রী