চট্টগ্রাম কারাগারে প্রদীপ-লিয়াকত

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৪:২০ অপরাহ্ণ

মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও ইন্সপেক্টর লিয়াকতকে কক্সবাজার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। রাখা হয়েছে কারাগারের ৩২ নম্বর সেলে।

আজ শনিবার(৫ ফেব্রুয়ারি) দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে নিয়ে আসা হয়। চট্টগ্রাম কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, গুলিতে নিহত মেজর সিনহা হত্যা মামলায় গত সপ্তাহে প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং মামলার অপর ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত।

পূর্ববর্তী নিবন্ধঅপরিষ্কার রেল স্টেশন দেখে ক্ষেপলেন মন্ত্রী
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের মন্ত্রী-এমপিরা হাসপাতাল না চাইলে প্রধানমন্ত্রীও চাইবেন না