অপরাধী যতই ক্ষমতাশালী হউক ছাড় দেওয়া হবে না

সমপ্রীতি সমাবেশে সভায় বক্তারা

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২ নভেম্বর, ২০২১ at ১১:১৮ পূর্বাহ্ণ

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল ধর্মের প্রতিনিধি এবং সব শ্রেণি পেশার মানুষদের নিয়ে এক সমপ্রীতি সমাবেশ ও র‌্যালি গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয়। বাঁশখালীর প্রধান সড়কে সর্বস্তরের জনগণ ও প্রশাসনিক কর্মকর্তাদের র‌্যালি শেষে সম্প্রীতি সমাবেশ নবনির্মিত উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার কাজমী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দীন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড.সমরঞ্জন বড়ুয়া, চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, এ্যাডভোকেট আ.ন.ম শাহাদাত আলম, অধ্যাপক তাজুল ইসলাম, মুজিবুল হক চৌধুরী, রশিদ আহমদ চৌধুরী, মুফতি সাঈদুল ইসলাম, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, ডা. চন্দন দাশ, ডা. আশীষ কুমার শীল, প্রদীপ কুমার গুহ, ঝুন্টু কুমার দাশ, উত্তম কুমার কারন, শিবুতোষ দাশ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, অধ্যক্ষ কাজী মোহাম্মদ সোলেমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মেল ফারাহ তাজকিরা, প্রধান শিক্ষক মনোতোষ দাশ, মোহাম্মদ বদরুদ্দিন চৌধুরী, জিল্লুর করিম শরিফী, এডভোকেট তোফায়েল বিন হোসাইন, হামিদ উল্লাহ হামিদ, আকতার হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, অপরাধীরা যতই ক্ষমতাশালী হউক তাদের ছাড় দেওয়া হবে না। তাদের খুঁজে বের করে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধইমপেরিয়াল হাসপাতালের সাথে ইনার হুইলের কর্পোরেট চুক্তি
পরবর্তী নিবন্ধডা. আঞ্জুমান আরা ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ