অন্তরার ‘সুর আলাপন’

গিটার বাদন সন্ধ্যা

| রবিবার , ৪ জুন, ২০২৩ at ৬:৩৪ পূর্বাহ্ণ

মহানগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অন্তরা হাওয়াইয়ান গিটার শিল্পী গোষ্ঠীর হাওয়াইয়ান গিটার বাদন সন্ধ্যা ‘সুর আলাপন’ গত শুক্রবার কবিগুরুর বর্ষা বন্দনা ‘এসো শ্যামল সুন্দর’ গানটির সমবেত যন্ত্রসঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে গানের পালা শুরু হয়। এর আগে মঙ্গল প্রদীপ প্রজ্বলনে অনুষ্ঠান উদ্বোধন করেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন। অতিথি ছিলেন শিল্পী এনামুল কবির, এনায়েত বাজার মহিলা কলেজের অধ্যক্ষ সোহানা শরমিন তালুকদার। সভাপতিত্ব করেন অন্তরার সভাপতি ডা. বাবুল কান্তি সেনগুপ্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন, অনুষ্ঠানের আহবায়ক শুক্লা আচার্য্য ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ দাশ পরাগ। আলোচনার প্রারম্ভে সাংসদ ডা. আফসারুল আমীনের মৃত্যুতে নিরবতা পালন করা হয়। শিক্ষাবিদ সোহানা শরমিন তালুকদার বলেন, ভবিষ্যত প্রজন্মকে মানবিক মুল্যবোধে তৈরী করলে হলে বাঙালির চিরায়ত সঙ্গীত চর্চার কোন বিকল্প নেই। কাউন্সিলর শৈবাল দাশ সুমন সংস্কৃতি চর্চার প্রতিষ্ঠানগুলোকে পরিচালনার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দ্বিতীয় পর্বের শিল্পীরা হলেন সুজিত নন্দী, ডা. বাবুল সেনগুপ্ত, দেবাশীষ দত্ত দেবু, শুক্লা আচার্য্য, প্রদীপ দাশ পরাগ, বিশুতোষ তালুকদার, পার্থ প্রতীম দাশগুপ্ত, এনামুল কবির, এড. প্রবীর রক্ষিত, অরুপ তালুকদার, মঞ্জুরুল হক মঞ্জু, ইলিয়াছ ইলু, সাথী দে, মদন মোহন ঘোষ, সজীব পাল, প্রতিমা দাশ। নৃত্যে ছিলেন অর্ণিতা সেন, ঐন্দ্রিলা ঘোষ ও তিলোত্তমা সেনগুপ্ত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রবীর পাল। অনুষ্ঠান উপলক্ষে একটি স্মরণিকা ‘সুর আলাপন’ প্রকাশিত হয়। যন্ত্রানুষঙ্গে কীবোর্ডে ছিলেন সৈকত নন্দী, তবলায় পলাশ দেব, অক্টোপ্যাডে এস এম রুবায়েত, বেইজ গিটারে রাজিব মিত্র, শব্দ নিয়ন্ত্রণে মো. ইলিয়াছ ইলু, সঙ্গীত পরিচালনায় অরুপ তালুকদার, ডিজিটাল ভিডিওগ্রাফিতে ছিলেন শোভন সেনগুপ্ত ও শুভার্থী সেনগুপ্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিয়ে করলেন ঐশী
পরবর্তী নিবন্ধবাতিলের ঘরবসতি : নিম্নবর্গের মানুষের জীবনধারার প্রতিচ্ছবি