অন্তরার গিটার বাদন সন্ধ্যা ‘সুরের পরশমণি’

থিয়েটার ইনস্টিটিউটে রবীন্দ্র-নজরুল স্মরণে

| শুক্রবার , ২ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৩৮ পূর্বাহ্ণ

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম স্মরণে অন্তরা হাওয়াইয়ান গিটার শিল্পী গোষ্ঠী চট্টগ্রামস্থ থিয়েটার ইনস্টিটিউট হলে উপহার দিলেন গিটার বাদন সন্ধ্যা ‘সুরের পরশমণি’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার। অন্তরা হাওয়াইয়ান গিটার শিল্পী গোষ্ঠীর সভাপতি ডা. বাবুল সেনগুপ্তের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশীষ কুমার বৈদ্য। গতকাল সন্ধ্যা ৭টায় প্রবীর পাল ও প্রতিমা দাশের উপস্থাপনায় শুরুতে সমবেত গিটার বাদন, রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটিতে অংশ নেন শিল্পী প্রদীপ দাশ পরাগ, অরূপ তালুকদার,আশীষ কুমার বৈদ্য, মঞ্জুরুল হক মঞ্জু, শুক্লা আচার্য্য, দেবাশীষ দত্ত দেবু, কণিকা বৈষ্ণব, পার্থ প্রতিম দাশগুপ্ত, ড. উদিতি দাশ, সাথী দে ও মৈত্রী চৌধুরী, নৃত্যে ছিলেন তিলোত্তমা সেনগুপ্তা, অর্নিতা সেন। এরপর মূল অনুষ্ঠান সুরের পরশমণি। প্রথমে ‘তুমি রবে নীরবে’ গিটারে সুর তুললেন ডা. বাবুল সেনগুপ্ত। এরপর বাজালেন ড. উদিতি দাশ, শুক্লা আচার্য্য, পার্থ প্রতিম দাশগুপ্ত। রবীন্দ্রনাথের বিরহ পর্যায়ের ‘মনে কি দ্বিধা রেখে গেলে চলে’ গানটি বাজালেন শিল্পী আশীষ কুমার বৈদ্য ও নৃত্যে ছিলেন স্বপ্নীল সেন মিষ্টু। এরপর বাজালেন প্রদীপ দাশ পরাগ, সুজিত নন্দী, বিশুতোষ তালুকদার, প্রবীর রক্ষিত, দেবাশীষ দত্ত দেবু, ইলিয়াছ ইলু, অরূপ তালুকদার, অর্ণিতা সেন, সাথী দে, মঞ্জুরুল হক মঞ্জু, প্রদীপ দাশ পরাগ, নৃত্যে ছিলেন ঐন্দ্রিলা ঘোষ ঐশী। এভাবে শেষ হলো দুই কবিকে স্মরণ করা গিটার বাদন সন্ধ্যা ‘সুরের পরশমণি’। অনুষ্ঠানে যন্ত্রানুষঙ্গ ছিলেন, কীবোর্ডে-নিখিলেশ বড়ুয়া, তবলায়-মৃদুল পারিয়াল ও রিপন দাশ, অক্টোপ্যাডে-এ এম রুবায়েত, শব্দ নিয়ন্ত্রণে-ইলিয়াছ ইলু ও গ্রন্থনায় ছিলেন প্রফেসর ড. উদিতি দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুই শিশুতোষ সিনেমার বাংলা প্রিমিয়ার
পরবর্তী নিবন্ধডিক্যাপ্রিও-ক্যামিলার প্রেম নেই আর