অনেক দিন পর

মল্লিকা বড়ুয়া | শুক্রবার , ২৫ জুন, ২০২১ at ৭:২৮ পূর্বাহ্ণ

আজ অনেক দিন পর
তোমার চিঠি পেলাম,
জানতে চেয়েছ, কেমন আছি?
কিভাবে চলছে জীবন
মনে আছে কিনা অতীতের কথা
যেখানে ছিলাম শুধুই দু’জন।
ভালোই তো, বেশ আছি
সময়ের সাথে সাথে
বদলালো জীবনের রং
ঝলমলে দিনশেষে ধূসর সন্ধ্যা।
প্রেমে আর পংক্তিতে ভরা ছিল
সেসব দিন,
বসন্ত ভালোবাসায় জীবন
ছিল যে রঙিন।
ফুল আর প্রজাপতি একসাথে ছিল
পাখিরা ও ছিল সাথে
গানে গানে মধুর সে দিন।
একদিন ঝড়ো হাওয়ায় ভাঙলো
সুখের ঘর তুমি হলে পর, তারপর?
শুরু হলো দু’জনের দু’দিকে পথ চলা
কেটে গেল কতো দিন, মাস,বছর
হিসেব ও রাখিনি তার।
চলমান দিন গুলো চলছিল বেশ
হঠাৎ তোমার চিঠি পেয়ে
ভাবনার সুতো ছিঁড়ে গেলো
উড়ে গেলো সুদূর অতীতে।
কি ছিল আমার দোষ
পেলাম না আজো জানতে
সুশোভিত ফুলের বাগানে
ঝড়ো হাওয়া হয়ে
এসেছিল কে?
এখনো বলোনি তুমি
আমি যে দাঁড়িয়ে আছি
জীবনের শেষ প্রান্তে।

পূর্ববর্তী নিবন্ধঅন্তিম যাত্রায় পরম বন্ধু গাউসিয়া কমিটি বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসুধীন্দ্রনাথ দত্ত : আধুনিক বাংলা কবিতার অন্যতম পুরোধা