অনুশীলন ম্যাচে মুমিনুলের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ১১:০৪ পূর্বাহ্ণ

সাত মাস পর ব্যাট হাতে মাঠে নামার পর দারুণ আস্থা আর আত্মবিশ্বাসের পরিচয় দিয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল। দুইদিনের অনুশীলন ম্যাচে রায়ান কুক একাদশের নেতৃত্ব দিচ্ছেন তিনি। গতকাল ম্যাচের দ্বিতীয় দিন শেষ সেশনে নিজের ১০০ পূর্ণ করেন বাঁহাতি মুমিনুল। তিনি ফিফটি ছুঁয়েছেন ১৩০ মিনিট ব্যাটিং করে ৯৭ বলে। এরপর একদম শেষ ঘন্টায় গিয়ে পেসার ইবাদত হোসেনের বলে সিঙ্গেলস নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন ২৪৪ মিনিটে, বল খরচ করেন ১৭৪টি। মুমিনুলের শতরানে আছে এক ডজন বাউন্ডারি ও এক ছক্কা। মুমিনুলের সেঞ্চুরির পাশাপাশি এদিন হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন মোহাম্মদ মিঠুনও। নাঈম হাসানের বলে ডিপ মিউইকেট থেকে কয়েক গজ দৌড়ে এসে সীমানার ওপর দারুণ এক ক্যাচ নেন ইমরুল কায়েস। ১১৯ বলে ৭ বাউন্ডারি আর ১ ছক্কায় মিঠুন করেন ৬২ রান। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই দিনের অনুশীলন ম্যাচের দ্বিতীয় দিনে শনিবার রায়ান কুক একাদশ ৫ উইকেটে তোলে ২৪৮ রান। আগের দিন ২৩০ রানে অলআউট হয়েছিল ওটিস গিবসন একাদশ। গতকাল শেষ দিন সকালে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে রায়ান কুক বাহিনী। মাত্র ২ রানে আউট হন ওপেনার ইয়াসির আরাফাত। মুশফিকুর রহীম ১৩ বলে ৩, সাদমান ১৪ বলে ১৩ রানে আউট হন। তিন উইকেটের দুটি পান পেসার ইবাদত হোসেন। অপর উইকেটটি আরেক পেসার হাসান মাহমুদের। সেখান থেকে মুমিনুল আর মিঠুনের বড় জুটি। চতুর্থ উইকেটে ১৫৭ রান যোগ করেন তারা। ৬২ রানে মিঠুনের বিদায়ে পঞ্চম উইকেট জুটিতে মুমিনুলের সঙ্গে যোগ দেন নুরুল হাসান সোহান। নেমে শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু এই ছন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। ব্যক্তিগত ২৯ রানে মাহমুদউল্লাহ রিয়াদের বলে শর্ট মিড উইকেটে ক্যাচ তুলে দিলে তা তালুবন্দি করেন এবাদত হোসেন। সোহানের বিদায়ের পর পড়ন্ত বিকেলে স্বেচ্ছায় অবসর নিয়ে মাঠ ছাড়েন মুমিনুল হক। তার বিদায়ে উইকেটে থাকা তাইজুল ইসলাম সঙ্গে যোগ দেন মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের ব্যাটেই দিনের খেলার পরিসমাপ্তি ঘটে। দিন শেষে তাইজুল অপরাজিত ছিলেন ৬ রানে আর সাইফউদ্দিন ১০ রানে।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের ক্রীড়া সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধতিন দিনের ম্যাচের বদলে তিন দলের ওয়ানডে সিরিজ