অনুরণন

অস্মিতা তালুকদার | মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৮:৪৭ পূর্বাহ্ণ

 

 

আমি গ্রীষ্মের দরজায়

কড়া নেড়েছি

রোদ্দুর দেখবো বলে!

আমি বর্ষার উঠোনে

আঁচল পেতেছি,

ভেজা মাটির

গন্ধ নেবো বলে!

শরতের আকাশের কাছে

পেঁজা মেঘ চেয়েছি,

শুভ্র কাশফুলে হারাবো বলে!

হেমন্তের ঠিকানায়

সূর্যমুখী চেয়েছি,

হলুদ ছোঁয়াবো বলে!

আমি পৌষের কুয়াশায়

ঘাসে বিছানা পেতেছি,

ফোঁটা শিশির বিন্দুর

স্পর্শ নেবো বলে!

বসন্তের কাছে

চতুষ্কোণ চিরকুটে

রঙ চেয়েছি

তোমায় রাঙাবো বলে!

পূর্ববর্তী নিবন্ধফেসবুক প্রোফাইল তথ্য তামাশা বন্ধ হোক
পরবর্তী নিবন্ধশিশুর জন্য বাসযোগ্য পরিবেশ নির্মাণ করুন