ফেসবুক প্রোফাইল তথ্য তামাশা বন্ধ হোক

| মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৮:৪৬ পূর্বাহ্ণ

 

ইন্টারনেটের আশির্বাদে আমরা স্মার্টফোনে খুব সহজেই জনপ্রিয় ফেসবুক অ্যাপ ব্যবহার করি। স্মার্টফোন মানেই ফেসবুক অ্যাপ যেন বাধ্যতামূলক! প্রায় বেশিরভাগেই আমরা একটা স্মার্টফোন কিনে থাকি ইন্টারনেট ব্যবহার ও আনুষঙ্গিক সুবিধা ভোগের জন্য। এ স্মার্টফোনে খুব সহজেই ফেসবুক অ্যাপে এ্যাকাউন্ট খুলে তা ব্যবহার করা যায়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে এ এ্যাকাউন্টে প্রোফাইলের ব্যক্তিগত তথ্যসমূহ যোগে পর্যাপ্ত নিয়ম শৃঙ্খলা নেই। যার ফলে অনেক ফেসবুক ব্যবহারকারী একাধিক আইডি ব্যবহার করছে। নিজের খেয়ালখুশি মত চটকদার প্রোফাইল তথ্য যোগ করছে। সাধারণত অপরিচিত কেউ ফেসবুকে বন্ধুত্বের অনুরোধ পাঠালে আমরা প্রথমে দেখি তার প্রোফাইল তথ্য। তারপর তথ্য অনুযায়ী বন্ধুত্বের অনুরোধ গ্রহণ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে থাকি। অনেকে প্রতারণার উদ্দেশ্যে একাধিক ফেইক আইডি খুলে তাতে ইচ্ছামত হাই প্রোফাইল তথ্য ব্যবহার করে ভ্যারাইটিজ প্রতারণা করে থাকে। এ প্রতারণার অবসান বন্ধ করনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা একান্ত জরুরি।

মোঃ রায়হান আলী,

জজ কোর্ট, খুলনা

পূর্ববর্তী নিবন্ধকমলা সুরাইয়া : কবি ও কথাসাহিত্যিক
পরবর্তী নিবন্ধঅনুরণন