অনুমতি ছাড়া রাস্তা কাটায় কাজ বন্ধ করলেন কাউন্সিলর

| বুধবার , ১৩ এপ্রিল, ২০২২ at ৬:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া নতুন কার্পেটিং করা রাস্তা কাটায় ওয়াসার কাজ বন্ধ করে দিয়েছেন ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম। ওয়ার্ডের ডিসি রোডের সংযোগস্থল চন্দনপুরা ইউসুফ আলী মসজিদের সংলগ্ন সোবাহান প্যারাডাইজ এলাকায় গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গত সপ্তাহে সিটি কর্পোরেশন পরিচালিত চন্দনপুরা গুল-এজার বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশ থেকে শুরু হওয়া সড়কের ভাঙাচোরা অংশ ডিসি রোড মিয়ার বাপের মসজিদ হয়ে দেওয়ান বাজার পর্যন্ত মেরামত করে কর্পোরেশনের প্রকৌশল বিভাগ।
গত সোমবার ওয়াসার কাজ দেখে এলাকাবাসী ওয়ার্ড কাউন্সিলর শহিদুল আলমকে অবহিত করেন। খবর পেয়ে তিনি সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়ে ওয়াসার লোকজনের কাছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে রাস্তা কাটার অনুমতি নেয়া হয়েছে কিনা দেখতে চান। ওয়াসা কর্তৃপক্ষ তা দেখাতে ব্যর্থ হওয়ায় তাৎক্ষণিক কাজ বন্ধ করে দিয়ে যতটুকু সড়ক কাটা হয়েছে তা ভরাট করে দেয়ার ব্যবস্থা নেন। এসময় কাউন্সিলর শহিদ বলেন, বর্ষার পূর্বে কর্পোরেশনের কোন অনুমতি ছাড়া যদি ইচ্ছামাফিক সড়কে খোঁড়াখুঁড়ি ও কাটাকাটি করে তাহলে ঝুঁকি ও জনদুর্ভোগ বাড়বে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে আগুনে ৫ দোকান পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধশাহবাজ শরিফের শপথ অনুষ্ঠানে যাদের অনুপস্থিতি প্রশ্ন তুলছে