অনাবাদি জমিতে চাষাবাদ বাড়াতে হবে

কৃষি উপকরণ বিতরণে ফজলে করিম এমপি

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ নভেম্বর, ২০২১ at ৮:৩১ পূর্বাহ্ণ

করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত রাউজানের কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ প্রদান অনুষ্ঠানে স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব। তিনি কৃষকদের কল্যাণে যুগান্তকারী সব পদক্ষেপ নিয়েছেন। সরকারের এই সুযোগ সুবিধা কাজে লাগিয়ে পতিত জমিতে ফসল ফলাতে হবে। রাউজানে কোনো ইউনিয়নে যেন এক ইঞ্চি জমিও খালি না থকে। গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্তর থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজসহ কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর কাউন্সিল জানে আলম জনি, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, ১৪ ইউনিয়নের চেয়ারম্যানগণ। উপজেলা কৃষি বিভাগ থেকে জানা যায় কৃষি প্রনোদনার আওতায় প্রায় ১০ হাজার কৃষক কৃষি উপকরণ পাচ্ছেন।
এই অনুষ্ঠানের পর সাংসদ ফজলে করিম চৌধুরী পৌরসভার নয় নম্বার ওয়ার্ডের সুরেশ উচ্চ বিদ্যালয়ের সামনে ধানি জমিতে কৃষকদের সাথে ধান কাটার কর্মসূচিতে অংশগ্রহন করেন। সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। সেখানে নবান্ন উৎসবের আয়োজন করেন পৌর মেয়র।

পূর্ববর্তী নিবন্ধসমৃদ্ধি ও আগামীর স্বপ্ন নিয়ে দৃষ্টি
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির ইংরেজি বিভাগের সাহিত্য সেমিনার কাল শুরু