বৃষ্টির জন্য এখন আর কাঁদি না
সে তার প্রয়োজনে, যেয়ে মেঘাসনে
ফুড়ুৎ মন, নেমে ঠিকই আসে, হয় এখানে,
নয় সেখানে।
আমার ছিন্ন চোখ এখন ওই মহাশুন্যে
এই এক জীবন ‘আকাশ’ নাম বুকে…
ফাঁপা সম্পর্কে ধুঁকে,
আমারই ব্যঙ্গ–রূপ আয়না,
আর মেঘ ইত্যাদি বায়না,
পিস্টন প্যারালাল সুখে।
তার অপরূপ জুড়েই আমি, কেবল সরলরেখা
প্রাণ–আকাশ, আকাশ–প্রাণ একা, বড্ড একা।
বৃষ্টি–মেঘ–সঙ, ওদের মতই থাক বিযুক্তালয়, থাক না…