অনলাইন থেকে কেনাবেচা হতে সাবধান হোন

| মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:১১ পূর্বাহ্ণ

বর্তমান বিশ্বে অনলাইন ব্যবসা অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে, প্রায় সবকিছুই যেন অনলাইনমূখী হয়ে যাচ্ছে। কিন্তু এই অনলাইন ব্যবসায় একদল কুচক্রী মহল অনলাইন প্লাটফর্মে খুলে রেখেছে তাঁদের ফাঁদ। বিভিন্ন ধরনের পণ্যের বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছে। বাহারী ডিসকাউন্টের নামে অর্ডার নিয়ে, টাকা পেমেন্ট করার পর তাঁদের আর কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এসএমএস দিলে এসএমএস এর রিপ্লাই দেই না, ফোন দিলে ফোনও রিসিভ করে না। এভাবেই অনেকে প্রতারণার শিকার হচ্ছেন। প্রতারকচক্রের দ্যৌরাত্ম্য বেড়ে যাওয়ার ফলে আড়ালে ঢাকা পড়ছে সৎ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। আমি ক্রেতাদের উদ্দেশ্য বলবো যেকোনো পণ্য অনলাইনে অর্ডার করার আগে ঐ অনলাইন প্লাটফর্ম সম্পর্কে বিস্তারিত জেনে অর্ডার করুন। আর প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি এ ব্যাপারে কঠিন পদক্ষেপ গ্রহণ করার জন্য।

সোহেল উদ্দীন

শিক্ষার্থী,

ইসলামী বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধঋত্বিক ঘটক : মননশীলতায় ঋদ্ধ চলচ্চিত্রকার
পরবর্তী নিবন্ধমানবরূপ