অনলাইন উইন্টার স্কুলের ৩য় দিনের কর্মসূচি

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি

| শুক্রবার , ২৯ জানুয়ারি, ২০২১ at ৭:২১ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভর্ার্সিটি বাংলাদেশ-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে চারদিনব্যাপী অনলাইন উইন্টার স্কুলের ৩য় দিনের কর্মসূচি বুধবার বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন। কর্মসূচিসমূহের মধ্যে করোনার টিকা শীর্ষক ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেদারল্যান্ড এর ড্‌্রাগ রেগুলেটরী এফেয়ার্স এর ম্যানেজার ড. রেজাউল করিম ।
এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়া’র পোস্ট ডক্টরাল ফেলো ড. মোহাম্মদ হাবিব উল্লাহ, জাপান বাংলাদেশ রোবোটিঙ এন্ড এডভান্সড টেকনোলজী রিসার্চ সেন্টারের সভাপতি ইঞ্জিনিয়ার ফারহান ফেরদৌস এবং রোবোটেক ভ্যালি’র সিইও আহসানুল ইসলাম আকিব।
এছাড়া ইনোভেটিভ আইডিয়া কনটেস্ট, রিচার্স টপিক প্রেজেন্টেশন, পোস্টার প্রেজেন্টেশন, থিসিস ও প্রজেক্ট প্রেজেন্টেশন এর বিচারক ও স্পীকার হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সএন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. আবু নওশাদ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ফাহিম ইরফান আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির সভা
পরবর্তী নিবন্ধমাটিরাঙায় বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ. লীগ নেতাকে বহিষ্কার