অনন্ত জীবন

নান্টু বড়ুয়া | রবিবার , ২২ নভেম্বর, ২০২০ at ৯:০১ পূর্বাহ্ণ

স্বর্ণচাঁপার মতো ঝরে গেছে সোনালি দিন,
তবু জীবনের কাছে যতো ঋণ
শোধ হবে না জানি!
এতো ডাকাডাকি জীবন শূন্যতায় গেছে মিশে,
দেয়নি কথা, তাই কথা রাখেনি,
অনেক শুকিয়েছে নদী,
ঝরে গেছে অনেক পাতা।
ফুলগুলো ঝরে গেছে তপ্ত বালুতে
তাই রক্তের অক্ষরে এতো লেখালেখি!

জীবন চলে গেছে।
জীবনে কথা হয়ে রয়ে গেছে শুধু অস্তিত্ব হৃদয়,
কোমল পদ্ম কলি, আনন্দ উচ্ছ্বাস থেমে গেছে!
পরিচিত সেই মুখ, সেই চোখ, সেই হাসি
প্রপেটে রয়েছে আঁকা ঝিলিমিলি চোখের তারায়।
সলাজ কোলাজে ঢেকে আছে পৃথিবীর রূপ!
সুদূর আফ্রিকার যোজন যোজন দূরে
কালো মানুষের উদ্যাম নৃত্যকলায়
ছেয়ে ফেলে ইরানি গোলাপ।
এখনো বেঁচে আছে নিগূঢ় তিরস্কারে,
চাপ চাপ রক্তের দাগ হৃদয়ে আছে মিশে।
সর্বহারা মানুষের মৃত কাফেলার
এইসব স্মৃতিচিহ্ন দগদগে ঘা
অন্তরে হয়েছে বিলীন!

পূর্ববর্তী নিবন্ধকিছু কিছু মানুষকে যায় চেনা
পরবর্তী নিবন্ধজীবনের তাগিদে