অধ্যাপক আসহাব উদ্দীনের ২৭ তম মৃত্যুবার্ষিকী আজ

| শুক্রবার , ২৮ মে, ২০২১ at ৮:০৪ পূর্বাহ্ণ

সাহিত্যিক, রাজনীতিবিদ অধ্যাপক আসহাব উদ্দীন আহমদের ২৭তম মৃত্যবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত বাঁশখালী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে মরহুমের কবরে ফাতেহা পাঠ, সকালে পুষ্পস্তবক অর্পণ ও কলেজ মসজিদে বাদ জুমা মিলাদ মাহফিলের উদ্যোগ নিয়েছে গুনাগরী জাগরণ সংস্থা।
উল্লেখ্য, তিনি ১৯১৪ সালে বাঁশখালীর সাধনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আসহাব উদ্দীন ১৯৩৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ ডিগ্রি লাভ করার পর দেশের বিভিন্ন কলেজে শিক্ষকতা করেন। ১৯৫৪ সালে তিনি বাঁশখালী থেকে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে পূর্ব পাকিস্তানের আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। তাঁর উল্লেখযোগ্য বই ‘বাদলের ধারা ঝরে ঝর ঝর’, ‘ধার’, ‘ঘুষ’, ‘সের এক আনা মাত্র’, ‘জান ও মান’ ‘বন্দে ভোটারাম’, ‘দাম শাসন-দেশ শাসন’, ‘বোকা মিয়ার ইতিকথা’, ‘আসহাব উদ্দীন আহমদ রচনা সমগ্র’, (তিন খণ্ড), বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রকাশিত ‘আসহাব উদ্দীন আহমদ সেরা রম্য রচনা’ প্রভৃতি। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি
পরবর্তী নিবন্ধবাবুনগরী-মামুনুলের কোন দেশে দোকান, কয়টা লরি আছে বেরিয়ে এসেছে : তথ্যমন্ত্রী