আবরারের বাবা মা কত কষ্ট করে একটু একটু করে বড় করেছে তাকে, তা শুধু একজন বাবা বা মা-ই বুঝবেন। শুধু আবরার কেন, পৃথিবীর সব বাবা মা চান তার সন্তান সবার সেরা হোক। তার জন্য যা আত্মত্যাগ করা দরকার তার চাইতেও বেশি করেন মা-বাবারা। আবরার যেমন তার বাবা মায়ের কাছে অমূল্য ধন, ঠিক তেমনি মেহেদী হাসান রাসেল, মুহতাসিম ফুয়াদ, মেহেদী হাসান রবিন, অনিক সরকার, মেফতাহুল ইসলাম জিওন, ইফতি মোশাররফ সকাল, অমিত সাহা, মুনতাসির আল জেমি, মুজাহিদুর রহমান মুজাহিদ, খন্দকার তাবাক্কারুল ইসলাম তানভির ও ইসতিয়াক আহম্মেদ মুন্না, আবরারের রুমমেট মিজানুর রহমান মিজান, শামসুল আরেফিন রাফাত, মনিরুজ্জামান মনির, আকাশ হোসেন, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান, শামীম বিল্লাহ, মোয়াজ আবু হুরায়রা, এ এস এম নাজমুস সাদাত এবং এস এম মাহমুদ সেতু তাদের বাবা মায়ের কাছে হীরার চাইতেও বেশি দামী। বুয়েট এ ভর্তি হতে দেশ সেরা কয়েকজন অদম্য মেধাবী। এরা সকলেই দেশের সেরা মেধাবী হয়েই বুয়েটে ভর্তির সুযোগ লাভ করে, কারো দয়ায় না। রাষ্ট্র এবং তাদের পরিবার তাদের পিছনে অনেক কিছু বিনিয়োগ করে তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে সাথে ছিলো। তারা তো সকলেই অদম্য মেধাবী। ক্রিমিনাল হিসেবে কেউ আসেনি বিশ্ববিদ্যালয়ে। তাহলে তাদের ক্রিমিনাল বানাল কে? তাদের উদ্বুদ্ধ করল কে বা কারা এই ধরনের একটা নিকৃষ্টতম কাজ করতে, বীভৎসতম কাজ করতে। এসব প্রশ্নগুলো থেকে যাচ্ছে। আবরার হত্যাকাণ্ড কী বার্তা দিচ্ছে আমাদের। এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একটা পরিবারের আশা, ভরসা, স্বপ্ন সব ধুয়ে মুছে ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত আরও ২৫ জনের জীবন, তাদের পরিবারের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে গেল। এর জন্য দায়ী কারা? তাদের তো কোনো বিচার হলো না। কারা তাদের উদ্বুদ্ধ করেছে এ ধরনের অপকর্ম করতে, অপরাধ করতে, সেটার তো কোনো ইনভেস্টিগেশনই হলো না।
লেখক : ব্রডকাস্ট জার্নালিস্ট, নর্থ আমেরিকা।