অতিথি পাখি আনজানা ডালিয়া | বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ১০:২৫ পূর্বাহ্ণ তুমি এক অতিথি পাখি আসো, যাও, স্থীর নও নিজ ইচ্ছেতে উড়ো আপন হওয়া যাবে না মায়ায় জড়ানো যাবে না তাতে – অভিযোগ ফুরোবে, যোগাযোগ ফুরোবে, অধিকার ফুরোবে, অবশেষে জীবন ফুরোবে।