অতিথি পাখি

আনজানা ডালিয়া | বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ১০:২৫ পূর্বাহ্ণ

তুমি এক অতিথি পাখি

আসো, যাও,

স্থীর নও

নিজ ইচ্ছেতে উড়ো

আপন হওয়া যাবে না

মায়ায় জড়ানো যাবে না

তাতে

অভিযোগ ফুরোবে,

যোগাযোগ ফুরোবে,

অধিকার ফুরোবে,

অবশেষে জীবন ফুরোবে।

পূর্ববর্তী নিবন্ধনেকলেস
পরবর্তী নিবন্ধঅপ্রকাশিত প্রেম