কিছু কিছু দুঃখ থাকে
স্বপ্ন সুখের দিনগুলোকে
আরো মধুর করে
কিছু কিছু স্মৃতি থাকে
চৈত্র দিনের ভরদুপুরে
শুধুই মনে পড়ে।
স্মরণের জলছবিটা
ফিকে তবু হায়
কিছুটা রঙ যে তাতে
অটুট থেকে যায়
প্রতিদিন এই গতিহীন জীবন চলায়
বুকে রাখি তোমার কিছু স্মৃতির কষ্ট ধরে।
তুমিও কি এই এমনি আমার মতো
ভুলে যাওয়া স্বপ্ন সুখের স্মৃতিগুলো যতো
বুকের মাঝে লুকিয়ে রেখে বয়ে বেড়াও
রাত কেটে যায় ঘুম আসে না
অচেনা সুখের ঘরে!