এই পঁচিশে

কাজী মোহাম্মদ শাহজাহান | বৃহস্পতিবার , ৩০ মার্চ, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

এই পঁচিশে ওই পিচাশে, লক্ষ প্রাণে হানা

মার্চ মানে বীর বাঙালি, বুকে বারুদ দানা।

এই পঁচিশে আছে মিশে, স্বজন হারার ক্ষত

ক্ষোভে দ্রোহে জ্বলছি কেবল জ্বলছি অবিরত।

এই পঁচিশে আগুন আগুন, ঘুমন্ত গাঁ পাড়া

হানাদারের বর্বরতা গায়ের লোম খাড়া।

এই পঁচিশে জোয়ার জোয়ার, যুদ্ধে যাবার ঢল

চল্‌ চল্‌ চল্‌ ঊর্ধ গগনে বাজে মাদল চলরে

এবার চল্‌।

এই পঁচিশে ইপিআর, জোয়ান মারার রাত

তোমার হাতে শপথ নিলাম আমার রাখা হাত।

এই পঁচিশে বঙ্গবন্ধু, অকোতুভয় বীর

হানাদারের রক্তচক্ষু, সমোন্নত শির।

এই পঁচিশে লাশে লাশ, শহর গেরাম নদী

পাকিস্তানী হায়েনা দল, মানুষ হতে যদি।

এই পঁচিশে মুখোশ পরা আলোচনার ছল

আমার মায়ের জনম দুঃখ, অঝোর চোখের জল।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণারঞ্জন মিত্র মজুমদার : বাংলা শিশুসাহিত্যে রূপকথার জাদুকর
পরবর্তী নিবন্ধঅচেনা সুখের ঘরে