অগ্রগতির বাংলাদেশ হোক অসামপ্রদায়িক চেতনার মূলভিত্তি

সেমু দে | বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৭:০০ পূর্বাহ্ণ

বিজয়ের ৫০ বছর পূর্তি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ আজ বিশ্বের সাথে অনন্য উচ্চতায় প্রবাহমান। নানা ঘাত-প্রতিঘাতে বাংলাদেশ আজ দৃশ্যমান বহুমাত্রিক কার্যক্রমে। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, আধুনিক প্রযুক্তির বদৌলতে সবকিছুই নতুন প্রজন্মের জন্য আপন গতিতে সরবে এগিয়ে চলেছে বিশ্বের সাথে তালমিলিয়ে। দীর্ঘ ৫০ বছরের পাওয়া না পাওয়ার হিসাবের খাতায় নিশ্চয়ই ভারী পাওয়ার হিসাব। সব অর্জন কেমন যেন থমকে দাঁড়ায় সামপ্রদায়িকতার দাবানলে। অর্জিত বাংলাদেশের এগিয়ে নেওয়ার কারিগর ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাত নিরন্তর সংগ্রাম করছে বেঁচে থাকার দুর্বার প্রচেষ্টায়। মুক্তিযুদ্ধের সংগ্রামে বিরোধিতাকারী দল ও মানুষগুলো এখনো নানা ষড়যন্ত্রের নক্সা তৈরী করে অগ্রসরমান বাংলাদেশের গতিকে শ্লথ করার লড়াই এ অবতীর্ণ। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ডুবে থাকা সামপ্রদায়িক অপশক্তি সুযোগবুঝে ছোবল মারে আমাদের দেশপ্রেমিক মানুষ ও সাধারণ জনগণের উপর। এখান থেকে বের হতে খুব প্রয়োজন শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির গণজাগরণ। তা নাহলে বিজয়ের হাসি সুবর্ণজয়ন্তীর এ উৎসব আক্ষরিক অর্থে ম্রিয়মান হয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধবিজয় দিবস
পরবর্তী নিবন্ধকাল আজকাল