অক্সিজেন মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হোক

| শনিবার , ২৪ জুন, ২০২৩ at ৭:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হলো চট্টগ্রাম। বন্দরনগরী চট্টগ্রামের মধ্যে কয়েকটি ব্যস্ততম জায়গাগুলোর মধ্যে একটি অক্সিজেন। দিনরাত ২৪ ঘণ্টায় গাউসুল আযম মাইজভাণ্ডারি চত্বর তথা অক্সিজেন মোড় ব্যবহার করে হাজার হাজার মানুষ নিজ গন্তব্যে যায়। সবসময় অক্সিজেন মোড়ে মানুষের আনাগোনা বেশি থাকে। কারণ অক্সিজের চতুর্দিকে রাস্তা। একদিকে মুরাদপুর যাওয়ার রাস্তা, অন্যদিকে হাটহাজারী, পূর্বদিকে কুয়াইশ, অপরদিকে ২নং গেইটের রাস্তা। চতুর্মুখী রাস্তার জন্য যানচলাচলও অনেক বেশি। যানবাহন বেশি চলাচলের কারণে মানুষের রাস্তা পার হতে অনেক কষ্ট হয়ে যায়। চট্টগ্রাম শহরের কর্মব্যস্ত মানুষগুলো একটু সময় বাঁচাতে গিয়ে নিজেদের জীবন ঠেলে দিচ্ছে বিপদে, গাড়ি না দেখেই রাস্তা পার হচ্ছে প্রতিনিয়ত। পরচারীরা অনেকটা ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার হয়। যা খুবই ঝুঁকিপূর্ণ। কোনো দিকে জেব্রা ক্রসিংও নেই। যার কারণে অনেক বৃদ্ধ, মহিলা, স্কুলের শিক্ষার্থীরা রাস্তা পার হতে কষ্ট হচ্ছে। এ মোড়ে জনসাধারণের রাস্তা পারাপারে সুবিধার জন্য ফুটওভার ব্রিজ নির্মাণ করা জরুরি। তাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এর দৃষ্টি আর্কষণ করছি।

রায়হান উদ্দিন

মুরাদপুর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধআবদুল মতিন চৌধুরী : শিক্ষাবিদ ও পদার্থবিজ্ঞানী
পরবর্তী নিবন্ধসম্পত্তির অধিকারের চেয়েও সম্মান জরুরি