নগরীর বড়পোল এলাকার রোজ উড আবাসিক হোটেলের ৮০২ নম্বর কক্ষ থেকে ২৫-৩০ বছর বয়সী এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে হোটেলের ম্যানেজারের কাছ থেকে এ সংক্রান্ত তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ এ লাশ উদ্ধার করে। হালিশহর থানার এসআই মাইন উদ্দিন আহমদ ফয়সাল আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, হোটেল ম্যানেজার প্রবীর দাশ চৌধুরী থানায় ফোন দিয়ে জানায় তার হোটেলের ৮০২ নম্বর রুমে একজন নারীর লাশ পড়ে আছে। একপর্যায়ে আমরা গিয়ে লাশ উদ্ধার করি। কামরুল হাসান নামের এনআইডি দিয়ে এক লোক রুমটি ভাড়া নিয়েছিলেন। পরে অজ্ঞাত ওই নারীকে স্ত্রী পরিচয় দিয়ে রুমে নেন। তারা দুজনই মাস্ক পরা ছিলেন। যার কারণে সিসিটিভি ক্যামেরায় তাদের শনাক্ত করা যায়নি। তিনি আরো বলেন, রুমে অবস্থানের একপর্যায়ে কামরুল হাসান নামের এনআইডি প্রদর্শনকারী উক্ত যুবক রুম ত্যাগ করেন। অনেক্ষণ ধরে কোনো সাড়া-শব্দ না থাকায় হোটেল কতৃপক্ষের সন্দেহ হয়।
তিনি আরো বলেন, ধারণা করছি, কামরুল হাসান নামের এনআইডি কার্ড ব্যবহার করে কেউ হোটেল রুমটি ভাড়া নেন এবং অজ্ঞাত ওই নারীকে সেখানে নিয়ে যান। একপর্যায়ে গলায় ও পেটে ছুরিকাঘাত করে সেখান থেকে পালিয়ে যান। যাওয়ার সময় পরিধেয় পোশাকও তিনি পরিবর্তন করেন। হালিশহর থানা পুলিশ জানায়, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।