৭৮৬

| বুধবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

আর আল্লাহরই রাজত্ব আসমান সমূহের ও যমীনের এবং ওই দু’টির মধ্যবর্তীর (সবকিছুর)। যা চান সৃষ্টি করেন এবং আল্লাহ সব কিছু করতে পারেন।

আলকোরানের বঙ্গানুবাদ (:১৭) সূরামাইদাহ।

যখন তোমরা অতিরিক্ত প্রশংসাকারীকে দেখিতে পাও, তখন তোমরা তাহাদের মুখে ধুলি নিক্ষেপ কর।

আলহাদিস (মোছলেম)

ভুল করা মানবিক, ক্ষমা করা স্বর্গীয়।

পোপ।