এবং যদি কোন নারী আপন স্বামীর দুর্ব্যবহার অথবা উপেক্ষার আশঙ্কা করে, তবে তাদের জন্য এতে গুনাহ নেই যে, পরস্পরে মধ্যে আপোষ নিষ্পত্তি করে নেবে।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৪:১২৮) সূরা নিসা।
অন্যায়ভাবে যে ব্যক্তি কোন জমি অধিকার করে, তাহাকে হাশরের দিন ঐ জমির মাটি বহন করিতে হইবে।
– আল-হাদিস (আহমাদ)।
যা ঘটছে তাকে সানন্দে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
– ডিজরেইলি।