বললো, ‘হে আমার রব! আমার সন্তান কোত্থেকে হবে? আমার তো বার্ধক্য এসে পৌঁছেছে এবং আমার স্ত্রীও বন্ধ্যা। এরশাদ করলেন, ‘ আল্লাহ এভাবেই করেন, যা চান।
-আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:৪০) সূরা আ-ল-ই ‘ইমরান’।
হযরত আবু ওবায়দা (রা:) বর্ণনা করিয়াছেন, হযরত রাসূলে আকরাম (সা:) ফরমাইয়াছেন-রোজা মানুষের জন্য ঢাল স্বরূপ, যতক্ষণ পর্যন্ত সে উহা ভঙ্গ না করে।
-আল-হাদিস (ইবনে মাজা, নাছায়ী))।
আন্তরিকতার সঙ্গে যে কাজ হয় তা সত্যিই সুন্দর।
– জন ওয়েবস্টার।