৫০তম জুলুস কি রেকর্ড গড়বে

গিনেস বুক অব ওয়ার্ল্ডের টিম চট্টগ্রামে

আজাদী প্রতিবেদন | রবিবার , ৯ অক্টোবর, ২০২২ at ৬:৪৯ পূর্বাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে চট্টগ্রামে এবার ৫০তম জশনে জুলুস বের হবে। এই জুলুসকে বিশ্বের সবচেয়ে বড় জুলুস বা ইসলামী শোভাযাত্রা হিসেবে রেকর্ড বইয়ে নাম তুলতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের টিম এসেছে চট্টগ্রামে। গিনেস বুক কর্তৃপক্ষ জুলুস পর্যবেক্ষণ করবেন বলে জানা গেছে।

গাউসিয়া কমিটির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার গতকাল জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আল্ল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ’র (র.) নির্দেশনা ও রূপরেখা অনুসারে ১৯৭৪ সালে (১৩৯৫ হিজরি) সর্বপ্রথম চট্টগ্রামে জশনে জুলুসের সূচনা হয়। কোরবানীগঞ্জ বলুয়ারদীঘি পাড়ের খানকাহ-এ কাদেরিয়া সৈয়দিয়া তৈয়্যবিয়া থেকে দেশের প্রথম জুলুস বের হয়েছিল। এরপর থেকে প্রতি বছর জুলুস বের হয়েছে। এবার ৫০তম জুলুস অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, এবার জুলুসে অন্যান্য বছরের তুলনায় লোক সমাগম বেশি হবে। আমরা ধারণা করছি, এ বছর অতীতের সকল রেকর্ড ভেঙে যাবে। আমাদের ধারণা, অন্তত ৭০ লাখ আশেকে রাসুল এবারের জুলুসে সমবেত হবেন। জুলুসে শৃঙ্খলায় ৫-৬ হাজার আঞ্জুমান সিকিউরিটি ফোর্সের পাশাপাশি গাউসিয়া কমিটি বাংলাদেশের অসংখ্য স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
আঞ্জুমানের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত জুলুসকে বিশ্বের সবচেয়ে বড় ইসলামী শোভাযাত্রা হিসেবে রেকর্ড বইয়ে নাম তুলতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের নিকট আবেদন করেন জুলুস আয়োজনকারী আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সদস্যরা। আবেদনের পরিপ্রেক্ষিতে এবার জুলুস পর্যবেক্ষণ করবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের ম্যানেজমেন্ট টিম। গোয়েন্দা সংস্থাগুলোও বিষয়টি নিশ্চিত করে বলেছে, এবারের জুলুস পর্যবেক্ষণ করতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের টিম চট্টগ্রামে এসে পৌঁছেছে। এ ব্যাপারে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালের নির্ধারিত প্রকল্প কুমিল্লায় করার প্রস্তাবনা
পরবর্তী নিবন্ধপবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) আজ