৪১৭ জন হাজী নিয়ে বাংলাদেশ বিমানের চট্টগ্রামের প্রথম হজ ফ্লাইট আসছে কাল। জেদ্দা থেকে ছেড়ে আসা ফ্লাইটটি রাত দুইটা নাগাদ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বিমানের পদস্থ একজন কর্মকর্তা জানিয়েছেন, ১১টি ফ্লাইটের পাশাপাশি সাধারণ ফ্লাইটেও হাজীদের ফিরিয়ে আনা হবে।
চলতি বছর চট্টগ্রাম থেকে ৫ হাজার ২শ হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে প্রথম ফ্লাইট ছেড়েছিল গত ১৫ জুন। পরবর্তীতে সর্বমোট ১১টি ডেডিকেটেড ফ্লাইটের পাশাপাশি কয়েকটি সাধারণ ফ্লাইটেও হাজীদের সৌদি আরব পাঠানো হয়। যাওয়ার সময় ডেডিকেটেড ফ্লাইটগুলোর মধ্যে ৯টি জেদ্দা এবং ২টি মদিনায় অবতরণ করেছিল। ফিরতি পথেও একইভাবে হাজীদের নিয়ে আসার প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রামের ব্যবস্থাপক সজল বড়ুয়া বলেছেন, হাজীদের ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সুষ্ঠুভাবে সব হাজী ফিরিয়ে আনার সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ২০ জুলাই দিনগত রাত ২টায় প্রথম ফ্লাইটটি ৪১৭ জন হাজী নিয়ে জেদ্দা থেকে চট্টগ্রাম পৌঁছাবে বলে।