৩ দিনের রিমান্ডে মামুনুল, নেয়া হল সোনারগাঁ থানায়

| বুধবার , ১৯ মে, ২০২১ at ১০:১৫ পূর্বাহ্ণ

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে তিন দিনের রিমান্ডে কারাগার থেকে থানায় নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নেওয়া হয়। খবর বাংলানিউজের। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. দেলোয়ার জাহান জানান, সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলার তিন দিনের রিমান্ডে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে গত ১১ মে রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মামুনুল হকসহ ১৪ জন হেফাজতে ইসলামের নেতাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সোনারগাঁ থানায় ৩০(৪)২০২১ নম্বর মামলায় তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় মারধরের শিকার যুবককে অস্ত্রসহ আটক
পরবর্তী নিবন্ধসিএনজি টেক্সি নিয়ে ছিনতাই, জিইসি মোড়ে গ্রেপ্তার ৩