সিএনজি টেক্সি নিয়ে ছিনতাই, জিইসি মোড়ে গ্রেপ্তার ৩

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৯ মে, ২০২১ at ১০:১৬ পূর্বাহ্ণ

নগরীর জিইসি মোড় থেকে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি টেক্সি, টিপছোরা, লাঠি, রশি ও গামছা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় গৃহায়ণ অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ। ছিনতাইকারীরা হলো, মো. রিয়াদ হোসেন (২৭), মো. সোহাগ (২৭) এবং ওসমান গনি (২৫)। খুলশীর ঝাউতলা জাবেদ কলোনিতে তারা ভাড়ায় থাকে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান আজাদীকে বলেন, সিএনজি টেঙি নগরীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তারা ছিনতাই করে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের এ কর্মকাণ্ড সম্পর্কে জেনে অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় তিন জন গ্রেপ্তার হলেও আরও দুজন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে খুলশী ও পাঁচলাইশ থানায় চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৩ দিনের রিমান্ডে মামুনুল, নেয়া হল সোনারগাঁ থানায়
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন