১৩ নং পাহাড়তলী ওয়ার্ড বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম দুলাল আজ বুধবার গণসংযোগ পূর্ব পথসভায় বলেন, নির্বাচিত হলে গৃহহীনদের সরকারী খাস জমিতে পুনর্বাসনের ব্যবস্থা করে দিবেন। দুলাল বলেন, বিদ্যুৎ ও পানি নিষ্কাশনের সমাধান করা হবে। গণসংযোগে উপস্থিত ছিলেন রেল শ্রমিক দলনেতা ইবায়দুল্লাহ, নগর সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার, তথ্য ও গবেষণা সম্পাদক নুর আলম, মোহাম্মদ মিল্টন, মো. জসিম, মো. আমিন, এনামুল হক মানিক, আবদুর রহমান, মো. হোসেন, মো. জজ মিঞা, মো. সুমন, মো. শামীম, মো. জাকির, মো. বাবুল, মো. রিংকু, মো. মিজান, শামসুদ্দিন শামসু, মো. মনু প্রমুখ।