১০ বছর আত্মগোপনে থাকার পর অন্যতম আসামি মঞ্জুর গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় প্রবাসী ইদ্রিস হত্যা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১৭ এপ্রিল, ২০২৪ at ৬:০৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার আলোচিত প্রবাসী ইদ্রিস হত্যা মামলার অন্যতম আসামি মঞ্জুরুল হোসেন ওরফে মঞ্জুর (৪৫) অবশেষে গ্রেপ্তার হয়েছেন। ১০ বছর পালিয়ে থাকার পর এই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার মঞ্জুর উপজেলার সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড গঞ্জম আলী সরকার বাড়ির আবুল কাসেমের ছেলে। সোমবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি।

মঞ্জুরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আবুল ফারেজ জুয়েল বলেন, ২০১৫ সালের প্রবাসী ইদ্রিস হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এরপর থেকে গ্রেপ্তার এড়াতে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে দীর্ঘ ১০ বছর পালিয়ে থাকার পর র‌্যাবের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমোদীকে নির্বাচনে নিষিদ্ধ করার দাবিতে আদালতে আবেদন
পরবর্তী নিবন্ধহামলার শিকার ডা. শিবলুর শারীরিক অবস্থা অপরিবর্তিত