হালদায় ১২ হাজার মিটার জাল জব্দের পর আগুনে ধ্বংস

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৭ এপ্রিল, ২০২২ at ৮:১২ অপরাহ্ণ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে আজ রবিবার (১৭ এপ্রিল) নৌ পুলিশ অভিযান পরিচালনা করেছে। নদীর মোহনায় এ অভিযানে ১২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী রামদাসহাট মুন্সিরহাট ফাঁড়ির নৌ পুলিশের উপ-পরিদর্শক এনামুল হক জানান, সম্প্রতি নৌ পুলিশের অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মো. শফিউল আলম হালদা নদীতে অভিযান পরিচালনা করার জন্য একটি স্পিডবোট প্রদান করেন। এই স্পিডবোট দিয়ে প্রতিদিন নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

আজ রবিবার চট্টগ্রাম অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার ও সদরঘাট নৌ থানার ওসির নিদের্শনায় নদীতে অভিযান পরিচালনা করার সময় হালদার মোহনা থেকে ১২ হাজার মিটার অবৈধ সুতার ভাসান জাল জব্দ করা হয়েছে।

দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত এক ঘণ্টা এ অভিযান পরিচালনা করা হয়।

পরে উদ্ধারকৃত জাল আগুনে ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ৭ ব্যবসায়ীকে জরিমানা
পরবর্তী নিবন্ধগরু মারা যাওয়ার শোকে গৃহবধূর আত্মহত্যা