হাটহাজারীতে ২৮ নভেম্বর অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন গতকাল মঙ্গলবার ১৩টি ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী ছাড়াও ৪৪ জন স্বতন্ত্র প্রার্থী নিয়ে মোট ৫৭ চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১০৩ জন প্রার্থী ও সাধারণ সদস্য পদে ৫১৮ জন প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলার আওতাধীন ৪ নম্বর গুমানমর্দন ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান মুজিবুর রহমান আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাদবাকি ১২টি ইউনিয়নে একাধিক প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা দিয়েছে ১২ নম্বর চিকনদণ্ডী ইউপিতে। এখানে ৯ জন প্রার্থী চেয়ারম্যানপদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ইউপিতে ২ জন বিএনপি সমর্থিত প্রার্থী ছাড়াও আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাদে ৬ জন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১১ নম্বর ফতেপুর ইউপিতে ২য় সর্বোচ্চ ৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে ১ জন আওয়ামী লীগের দলীয় প্রার্থী, ১ জন চরমনাইপীর সমর্থিত ইসলামী আন্দোলনের, বাকি ৬ জন আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে কোনো কোনো ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি, ইসলামী ফ্রন্ট, জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন।
হাটহাজারী উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলার আওতাধীন ১৩টি ইউপি নির্বাচনে আগামী ২৮ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নির্বাচন কার্যালয় সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।