হলুদ ফুলে ছেয়েছে হাটহাজারী উপজেলার বিস্তৃত এলাকা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে হাটহাজারী উপজেলায় ৪৪২ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে যা গত বছরের তুলনায় ৮ গুণ বেশি। গত বছর একই সময়ে সরিষা আবাদ হয়েছিল ৫৫ হেক্টর।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আল মামুন শিকদারের সাথে কথা বলে জানা যায়, প্রধানমন্ত্রীর ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধির নির্দেশনা বাস্তবায়নে হাটহাজারী উপজেলা কৃষি অফিস সরিষার আবাদ বৃদ্ধির লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করে গিয়েছে।
তিনি বলেন, উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষকদের বিনামূল্যে বীজ সরবরাহ করা হয়েছে, পাশাপাশি প্রণোদনা কর্মসূচি ও বিভিন্ন প্রকল্পের মাধ্যমেও সরিষার আবাদ বৃদ্ধিতে কৃষকদের কৃষি উপকরণসহ সহায়তা প্রদান করা হয়েছে। তিনি জানান, এ কর্মযজ্ঞ বাস্তবায়নে মাঠপর্যায়ে কমর্রত উপসহকারী কৃষি অফিসারবৃন্দ নিরলসভাবে কাজ করে গিয়েছেন।
সরিষার আবাদ বৃদ্ধির ফলে উপজেলায় রবি মৌসুমে পতিত থাকা জমি যেমন চাষাবাদের আওতায় এসেছে, একইসাথে সরিষার আবাদ বৃদ্ধি অন্যান্য রবি ফসলের ফলন বৃদ্ধিতেও সহায়তা করছে।
সংশ্লিষ্টরা জানান, ভোজ্যতেলের ক্রমবর্ধমান মূল্যে যখন ভোক্তারা দিশেহারা, তখন দেশে ভোজ্য তেলের চাহিদা পূরণে হাটহাজারী উপজেলা বিশেষ অবদান রাখবে। সরিষার এ উৎপাদন ভোজ্য তেলের আমদানি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।