আকাশ ছোঁয়া স্বপ্নটা বুকে ঘুরি অজানার পথে
দু‘হাত মেলেছি বিশালতায় ঐ দিগন্তের দিকে।
অজানা পথে আগামী অচেনার দেখি কত স্বপ্ন
নিজের ভিতরে নিজে যেন একা করি সব চূর্ণ।
নীরব কষ্ট নিঃশ্বব্দে চাষ করে চলি অবিরাম
বিস্তৃত এ তরোধামে এভাবেই জীবন সংগ্রাম,
দীর্ঘ নিঃশ্বাসে আজন্ম ঋণী কাঁদে দেহের পাঁজর
প্রকৃতি বিনাশে বিমূঢ়তায় ঝিঁঝিঁ বাজায় ঝাঁজর।
পাহাড়ের কোলে শুয়ে প্রকৃতির চোখে দেখি কত স্বপ্ন
সবুজের বুকে শুধু আকাশটা যেন উদাসীর মত নীল বর্ণ।
বসুধা দেয়ালে দেখি সময়ের কাটা, হয়ে আছি কত ঋণী
সবকিছু মাঝে চলে দেহতরী, তবে কেন এত অভিমানী।