স্বপ্ন ছিল তাঁর ফারুক হাসান | বুধবার , ৯ মার্চ, ২০২২ at ৮:১১ পূর্বাহ্ণ দু-চোখে তাঁর স্বপ্ন ছিল বুকভরা তার মায়া মায়া মানে সোনার বাংলা মাটির সাথে কায়া। দেশ-স্বাধীনের জন্যে তিনি যেই দিয়েছেন ডাক নামল সবাই বলল হেঁকে শত্রু নিপাত যাক। শত্রুর মুখে ছাই ছিটিয়ে করল স্বাধীন দেশ মুজিব মানে স্বাধীনতা মুখর পরিবেশ।