নগরের হোটেল পেনিনসুলায় আজ থেকে শুরু হচ্ছে ‘সেপ ভারতীয় শিক্ষা মেলা-২০২২’। সকাল সাড়ে দশটায় চট্টগ্রামস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার ডা. রাজিব রঞ্জন এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। দুই দিনব্যাপী এ মেলা আগামীকাল (২৬ মার্চ) শেষ হবে। সকাল দশটা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত। ৮ম বারের মতো এ মেলার আয়োজন করছে সেপ ইভেন্ট এন্ড মিডিয়া প্রা. লি.।
বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারের মেলায়ও আসাম ডাউন ইউনিভার্সিটি, অ্যাডামাস, জে আই এস গ্রুপ কলকাতা, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুল ব্যাঙ্গালুরু, আই টি এম ইউনিভার্সিটি, সারদা ইউনিভার্সিটি-দিল্লী, এপিজি সিমলা ইউনিভার্সিটি-সিমলা, গীতা গ্রুপ অব ইনস্টিটিউশনসহ ভারতের বিভিন্ন অঞ্চলের ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়) স্টল সহকারে মেলায় অংশ নিচ্ছে। প্রথমবারের মতো সরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয়ও এবারের মেলায় অংশ নিচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা। এ সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধি ও বাংলাদেশের এজেন্টরা ভারতের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষাগ্রহণ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবেন বলে জানালেন মেলা আয়োজক প্রতিষ্ঠান সেপ ইভেন্ট এন্ড মিডিয়া প্রা. লি. এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় থাপা। আয়োজক প্রতিষ্ঠান জানায়, ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপ অফার রয়েছে। তাছাড়া উল্লেখযোগ্য ছাড়ে মেলায় স্পট এডমিশনের সুযোগের পাশাপাশি দর্শনার্থীদের জন্য লটারির মাধ্যমে ল্যাপটপসহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ রয়েছে বলেও জানান আয়োজকরা।