সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগের ভোট ১০% : ফখরুল

আমরা তো দুইবার প্রতারণার স্বীকার হয়েছি | রবিবার , ১১ জুন, ২০২৩ at ৪:৫৬ পূর্বাহ্ণ

নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগ ১০ শতাংশের বেশি ভোট পাবে না বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের কথা শুনে অতীতে নির্বাচনে গিয়ে বিএনপি ‘ঠকেছে’ জানিয়ে আর সে পথে না যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। তার দাবি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে সরকারকে পদত্যাগ করে নির্বাচন দিতে হবে। গতকাল ঢাকায় এক আলোচনা সভায় এসব কথা বলে তিনি জানিয়েছেন, এবার সরকারের সঙ্গে কোনো আলোচনায় তারা যাবেন না। বিএনপির সাবেক এমপি গৌতম চক্রবর্তী প্রথম মৃত্যুবার্ষিকীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনার আয়োজন করে। খবর বিডিনিউজের।

ফখরুল বলেন, নির্বাচনী ব্যবস্থা তারা (আওয়ামী লীগ) ধ্বংস করে দিয়েছে পরিকল্পিতভাবে। কারণ তারা জানে যে, তারা এত চুরিচামারি করেছে যে, সাধারণভাবে যদি সুষ্ঠু অবাধ নির্বাচন হয় তাহলে কোনোদিনই তারা ক্ষমতায় ফিরে আসা দূরে থাকুক, পার্লামেন্টে ১০ ভাগের বেশি ভোট পাবে না। সেই সরকার আজকে ক্ষমতায় বসে আছে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে, বাংলাদেশের মানুষ দুইটা ইলেকশন দেখেছে২০১৪ সালে ও ২০১৮ সালে। আবার ওই জায়গায় ফেরত যাওয়ার প্রশ্নই উঠতে পারে না।

২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে আলোচনায় গিয়ে লাভ হয়নি জানিয়ে তিনি বলেন, ওই নির্বাচনের মতো আরেকটি নির্বাচনে যাওয়ার কোনো কারণ নেই। নির্বাচন চলার সময় কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা হবে নাজাতীয় সংসদে আইনমন্ত্রী আনিসুল হকের যে বক্তব্য রেখেছেন, সেটি নিয়েও কথা বলেন বিএনপি নেতা। তিনি বলেন, এই কথা কে বিশ্বাস করবে? সেই রাখাল বালকের গল্পের মতো। আমরা তো দুইবার প্রতারণার স্বীকার হয়েছি। থার্ড টাইম এ দেশের মানুষ আর প্রতারণার স্বীকার হবে না। আমরা পরিষ্কার করে বলতে চাই, তোমাদের এই সমস্ত কথায় কেউ ভুলবে না। কারণ কখনই তারা কথা রক্ষা করেনি। আমরা কোনো কথা শুনতে চাই না। আগে পদত্যাগ করুন, তারপরে সংসদ বিলুপ্ত করে নির্বাচনকালীন একটা নির্দলীয় সরকার গঠন করবার জন্য সেই ব্যবস্থা নিন। নতুন নির্বাচন কমিশন নতুন পার্লামেন্ট নির্বাচন করবে।

তত্ত্বাবধায়ক সরকার মৃত নয় : উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের কথা উল্লেখ করে একে ‘মৃত ইস্যু’ বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে বক্তব্য রেখেছেন, সেটি নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। ফখরুলের জবাব, ডেড ইস্যু হবে কেন? এটাই তো এখন সবচেয়ে ‘অ্যালাইভ ইস্যু’।

অর্থনীতির সাফল্যের গল্প টক হয়ে গেছে : মির্জা ফখরুল বলেন, এত বেশি উন্নয়নের কথা বলেছে কিছুদিন আগে পর্যন্ত খৈ ফুটে মুখে, সব দিকে নাকি তারা উন্নয়নে একেবারে সমুদ্র বইয়ে দিয়েছে। আমরা তখনও বলেছি, গণতন্ত্রবিহীন উন্নয়ন কখনও উন্নয়ন হতে পারে না। এটা টেকসই নয়। এটা ভেঙে যাবে। আজকে দেখুন আমাদের কথার প্রতিধ্বনি করছে আন্তর্জাতিক পত্রিকাগুলো। সরকার বলছে, বাংলাদেশ উন্নয়নের রোড মডেল। আর আন্তর্জাতিক পত্রিকাগুলো বলছে যে, বাংলাদেশের অর্থনীতি এখন ঝুঁকিতে। বাংলাদেশের সাফল্য গল্প টক হয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনে আসুন, দশ শতাংশ ভোট পান কিনা পরখ করে দেখুন
পরবর্তী নিবন্ধকিশোর গ্যাং টিন স্কোয়াডের পাঁচ সদস্য আটক