চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সিনিয়র সহ–সভাপতি পদ থেকে তরফদার রুহুল আমিন এবং পরিচালক পদ থেকে জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর) পদত্যগ করেছেন। গতকাল বুধবার চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ বরাবর তারা পদত্যাগপত্র পাঠান। বিগত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর চট্টগ্রাম চেম্বার পরিস্থিতি বেশ ঘোলাটে হয়ে ওঠে। ইতোমধ্যে বিএনপি ঘরানার ব্যবসায়ী নেতাদের নেতৃত্বে দুই দফায় চেম্বারের সামনে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। আন্দোলনকারীরা সভাপতিসহ ২৪ পরিচালকের পদত্যাগ দাবি করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে চট্টগ্রাম চেম্বারকে ব্যবসায়ীদের প্রতিনিধিত্বশীল করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেন। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম চেম্বারকে কুক্ষিগত করে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে বলেও তারা অভিযোগ করে আসছিলেন।