চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার মোট লেনদেন হয়েছে ৩০.৯৯ কোটি টাকা। মোট ২২,৯৩৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৯৯.০৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০২.৫২ পয়েন্ট কমে দাঁড়ায় ২৬,৬০২.৬৪ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৮.৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৫১৮.৪৫ তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ০.২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,২৮৮.৪৫ পয়েন্টে।
সিএসইএসমেক্স গতকাল অপরিবতিত ছিল যা হলো ৬৩১.০৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯২,৬৩৩.৭৬ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৯,৪০৭.১৪ কোটি টাকায়। সিএসইতে ৩৭৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩০০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৩ টির, কমেছে ১৮২ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫ টির। প্রেস বিজ্ঞপ্তি।