হঠাৎ মাটিতে আছড়ে পড়ে কয়েকশ পাখির মৃত্যু

আজাদী ডেস্ক | বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৪০ পূর্বাহ্ণ

কালো মেঘের মতো বিশাল একটি পাখির ঝাঁক আমচমকাই মাটিতে আছড়ে পড়ে কয়েকশ পাখির মৃত্যু হয়েছে। মাত্র কয়েক সেকেন্ডে কালোরঙা সেই পাখির বিশাল ঝাঁক মাটিতে আছড়ে পড়ে হঠাৎ উধাও হয়ে যায় সেই ঝাঁক। কিন্তু তার পরই দেখা যায়, কয়েকশ পাখি মাটিতে মৃত অবস্থায় পড়ে রয়েছে। মেক্সিকোর চিহুয়াহুয়া শহরে ঘটনাটি ঘটে। এমন ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন স্থানীয়রা। রাস্তার উপরে কিছু পাখি তখনো ছটফট করছিল, বেশ কিছু পাখি আবার নিথর হয়ে পড়েছিল। এক সঙ্গে এত পাখির মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। এতগুলি পাখির মৃত্যুতে রহস্য ঘনীভূত হয়েছে। তবে রিচার্ড ব্রাউটন নামে এক পরিবেশবিদ জানিয়েছেন, কোনও বড় ধরনের শিকারি পাখি হয়তো তাড়া করেছিল এই পাখির ঝাঁককে। ভয় পেয়ে পাখিগুলি কোনো বড় বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে থাকতে পারে। তার জেরেই সম্ভবত মৃত্যু হয়েছে পাখিগুলির। কেউ কেউ আবার দাবি করেছেন, ৫জি প্রযুক্তির কারণেই পাখিগুলির মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম দূষণকেই এই মৃত্যুর জন্য দায়ী করেছে। কেউ আবার বলছেন, পাখিগুলি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। ভয়ানক সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। তবে কীভাবে এত পাখির মৃত্যু হল তা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন এবং পক্ষীবিশারদরা।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩০.৯৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধকোভিডের চেয়ে দূষণেই মারা যাচ্ছে বেশি