সাড়ে ৫ হাজার ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

চান্দগাঁওয়ে পৃথক অভিযান

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন মাইলের মাথা ও শাহ আমানত সেতু টোলপ্লাজা এলাকায় যাত্রীবাহী বাসে পৃথক অভিযান চালিয়ে ৫৬০০ ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের কানজর পাড়া গ্রামের আবদুল সাত্তার (৩৬), বাহারছড়া ইউনিয়নের বাঘঘোনা বাজারের মো. আবদুল জুবাইর (২০) ও টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়নের আকন্দের বাইদ গ্রামের মো. আলম(৩০)। জানা গেছে, চান্দগাঁও এক মাইলের মাথা এলাকায় সেন্টমার্টিন ট্রাভেলসের একটি বাস থেকে ১২৫০ ইয়াবাসহ আবদুল সাত্তারকে, শাহ আমানত সেতুর টোলপ্লাজার সামনে থেকে সেন্টমার্টিন ট্রাভেলসের একটি বাস থেকে ৩৬৫০ ইয়াবাসহ আবদুল জুবাইরকে এবং অন্য একটি বাস থেকে ৭০০ ইয়াবাসহ মো. আলমকে গ্রেপ্তারকরা হয়।